শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৮

দেবীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ  

মোঃ রাশেদুল ইসলাম

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের শেষ প্রান্তে ১৫০ টি শীতবস্ত্র বিতরণ করেন একদল তরুণ উদ্দোগী স্বেচ্ছাসেবী। মঙ্গলবার (১৭- জানুয়ারি) বেলা আনুমানিক ১১ ঘটিকায় ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে Volunteer Opportunities ও Nourish Bangladesh এর ব্যবস্থাপনায় এবং টিম ভলান্টিয়ার পঞ্চগড় সহযোগিতায় দেবীগঞ্জ উপজেলার সোনাহার ময়দানের হাট নামক এলাকায় সুবিধা বঞ্চিতদের মাঝে  প্রায় ১৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় ‍মানুষের কাছে অনেক কষ্টের। ঠাণ্ডা বাতাসের দাপট আর  হিম ঠাণ্ডায় অতিষ্ঠ উত্তরের জনজীবন। শীতের এই তীব্রতায় সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন মোঃছলেমান ইসলাম, ছিনিয়র রোভারমেট পঞ্চগড় জেলা শাখা,  নিয়াজ আহসান নিসু, রোভার স্কাউট দেবীগঞ্জ উপজেলা শাখা, আলামিন খন্দকার, সভাপতি স্বপ্নছোঁয়া দরিদ্র কল্যান তহবিল এবং ইসরাত জেরিন সহ তার ভোলান্টিয়ার টিম ভোলান্টিয়ার আল-আমিন খন্দকার প্রান্তিক পর্যায়ে প্রত‍্যেক শীতার্তদের বাড়িতে গিয়ে প্রকৃত শীতার্তদের তালিকা করেছেন, যাতে প্রকৃত সুবিধাবঞ্চিত শীতার্তরা এই তালিকায় উঠে এসেছে বলে গ্রামবাসি জানিয়েছেন। এলাকার  সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষ  শীত নিবারনের জন্য কম্বল পেয়ে অনেক খুশি ।

এই বিভাগের আরো খবর